তিতাসে অগ্নিকা-ে দুটি গরু টিনের ঘর পুরে ছাই
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
কবির
হোসেন,তিতাস : কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকান্ডে দুইটি গরু ও টিনের ঘর
পুরে ছাই। এছাড়া দগ্ধ হয়েছে আরো দুটি গরু। শুক্রবার রাত আনুমানিক ১২ টায়
উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কাইয়ুম খানের বাড়িতে এ
ঘটনাটি ঘটেছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই রুম বিশিষ্ট একটি দোচালা
টিনের ঘরের এক রুমে চারটি গরু আরেক রুমে থাকার আসবাবপত্র ছিল।এর মধ্যে
দুইটি গরু ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। দগ্ধ হয়েছে বড় দুইটি গরু। কাইয়ুম
খান বলেন, রাত আনুমানিক ১২ টায় বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগে
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমার চিৎকার শোনে প্রতিবেশিরা এসে আগুন
নিভায়। এর মধ্যে দুইটি গরু পুড়ে মারা গেছে এবং আরো দুইটি দগ্ধ হয়েছে। রাতেই
আমি ইউপি চেয়ারম্যানকে জানাইলে তিনি সকালে পশু ডাক্তার পাঠিয়েছেন কিন্তু
আসেননি। সকালে উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল আলম মুরাদ এসে আমাকে আর্থিক
সহযোগিতা করে গেছে এবং ইউএনও ও ওসি সহগযোগিতা করবেন একথা বলেগেছেন। কাইয়ুম
খানের স্ত্রী জেকিয়া বলেন, বাবারে আমি ধারদেনা করে বড় দুইটা গরু কিনছি
কোরবানির ঈদে বেচার জন্য, আগুনে আমার সব শেষ হয়ে গেছে।
তিতাস-হোমনা ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার ফাইটার শফিকুল ইসলাম বলেন, আমাদেরকে কেউ ফোন দেয়নি, জানালে অবশ্যই যাইতাম।
প্রাণিসম্পাদ
কর্মকর্তা ডা.আব্দুল মান্নান মিয়া বলেন, আমি সরেজমিনে গিয়েছি এবং আহত গরু
দুটিকে চিকিৎসা দিয়েছি, আশাকরি গরু দুটি সুস্থ হবে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) মোছম্মৎ রাশেদা আক্তার বলেন, খবর পেয়ে সকালে আমি এবং
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়েছি
এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ডেউ টিন
ও নগদ ছয় হাজার টাকা দেয়া হবে।