ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে চেয়ারম্যানের ড্রেজার ধ্বংস করে দিলেন এসিল্যান্ড
শাহীন আলম
Published : Saturday, 3 July, 2021 at 12:57 PM
দেবিদ্বারে চেয়ারম্যানের ড্রেজার ধ্বংস করে দিলেন এসিল্যান্ড কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গিয়াস উদ্দিন। শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তা ধ্বংস করেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার সহকারি উপপরিদর্শক মো. মোফাজ্জলসহ একদল পুলিশ সদস্য।   

জানা গেছে, এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মগপুস্কুনিপাড় এলাকাসহ  আশপাশের প্রায় ১০০ একর ফসলি কৃষিজমির মাটি কেটে অন্যত্র সরিয়ে নিচ্ছেন এমন অভিযোগ করে আসছিলেন স্থানীয় একাধিক কৃষক। পরে তারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন সরেজমিনে উপস্থিতি টের পেয়ে ড্রেজার শ্রমিকরা পালিয়ে যান। পরে তিনি ফসলি জমিতে বালু উত্তোলনের দায়ে একটি  ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেন।

স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষক মো.আমির হোসেন বলেন, মোহাম্মদপুর কেজি স্কুলের পূর্বপাশে আমার ২৪ শতক জমির মধ্যে ৫ শতক জমি গর্তে পড়ে গেছে। আমি বারবার নিষেধ করলেও চেয়ারম্যান কথা শুনেনি। তিনি ড্রেজার চালিয়ে এলাকার কৃষকদের ফসলি জমির ক্ষতি করছেন।

গোলাম মোস্তফা নামে একজন কৃষক জানান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম আমার জমি ক্ষতি হওয়ায় অন্য জায়গা দিয়ে জমি দিবে বলেছিলেন কিন্তু এখনও দেয়নি। ড্রেজার মেশিনে এ এলাকার অনেক জমি পুকুরে পরিণত হয়ে গেছে। এভাবে দিন দিন ফসলি জমি ধ্বংস হলে এ এলাকার কৃষকরা চাষ করতে আর ফসল পাবে না। এ ব্যাপারে অভিযুক্ত এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সেলফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে কৃষিজমির বালু উত্তোলনের দায়ে এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর মগপুস্কুনিপাড় এলাকায় একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। ফসলি জমিতে যে-ই ড্রেজার লাগিয়ে নষ্ট করার চেষ্টার করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।