সম্প্রতি দলের শতবার্ষিকী উদযাপন করল চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)। গত ১ জুলাই ছিল দলটির একশ’ বছর পূর্তি অনুষ্ঠান। ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে চীনজুড়ে নানা আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে তাদের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আড়ালে রয়েছে একটি ‘মিথ্যা প্রচারণা’। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে প্রচারণা চালাচ্ছে ‘মেইকিং চায়না গ্রেট এগেইন’ অর্থাৎ চীনকে আবার মহান করে তুলুন।
কিন্তু এর বিপরীতে আছে ভবিষ্যৎ চীনের চিত্র - আরও বেশি প্রভাবশালী, আরও সমৃদ্ধ, ধনতান্ত্রিক চীন, এবং যার কেন্দ্রে রয়েছে একটি অনড় লেনিনিস্ট পদ্ধতি।
চীন এখন দেশের অভ্যন্তরে ক্রমাগত দমন-নিপীড়নমূলক হয়ে উঠছে। জিনজিয়াংয়ের উইঘুরদের ক্ষেত্রে, হংকংয়ে এবং তিব্বতেও তার চিহ্ন দেখা যাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক মঞ্চেও চীন এখন তার একনায়কতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে প্রস্তত হচ্ছে।
জিনজিয়াংয়ে প্রায় ১০ লাখ উইঘুর মুসলমানকে বিভিন্ন শিবিরে বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে শিক্ষিত করার নামে নির্যাতন করা হচ্ছে। জাতিগতভাবে নিধন করার চেষ্টা চলছে।