যৌতুকের দাবিতে স্ত্রীর মাথা ন্যাড়া স্বামী গ্রেফতার
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করে অমানুষিক নির্যাতন করেছে স্বামী মোঃ হাসান (৪০)। এ ঘটনায় নির্যাতিত স্ত্রী বাদী হয়ে স্বামী ও দেবরের বিরুদ্ধে লালমাই থানায় মামলা দায়েরের পর পুলিশ গতকাল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার বারাইপুর থেকে পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে। গত ২৪ জুন বৃহস্পতিবার উপজেলার বারাইপুরে এমন ঘটনা ঘটেছে । এবিষয়ে শুক্রবার ২জুলাই লালমাই থানায় মামলা করেছেন নির্যাতিত গৃহবধু।।মামলা সূত্রে জানা যায়, স্বামী, দেবর মিলে তাকে মারধরকরে মাথার চুল কেটে দেয়। ১৯ বছর আগে পারিবারিকভাবে উপজেলার বারাইপুর গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ হাসান (৪০) সঙ্গে একই উপজেলার তুলাতলী বেলঘর গ্রামের মৃত চাঁন মিয়ার মেয়ে ফরিদা বেগম (৩৫) বিয়ে হয়। জোবায়ের হোসেন (১১) ও মানিহা আক্তার (৫) নামে তাদের দুইটি সন্তান রয়েছে । মেয়ের সুখের জন্য বিয়ের সময় আসবাবপত্র , নগদ টাকা, স্বর্ণালঙ্কার দেয় ফরিদার পরিবার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় নতুন নতুন চাহিদা। আর সেই দাবি পরিশোধ করতে না পারায় ফরিদার ওপর শুরু হয় নির্যাতন। সবশেষ গত কয়েক দিন ধরে পাঁচ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য ফরিদার ওপর চাপ দেয় হাসান ও তার ভাই হোছাইন।
কিন্তু টাকা আদায়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার ফরিদাকে বেদম মারধর করে মাথার চুল কেটে দেয়। আর বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য ফরিদাকে জিম্মি করে আটকে রাখা হয়। চার দিন পর সোমবার দুপুরে কৌশলে মা ও ভাইকে মোবাইলে বিষয়টি জানায় ফরিদা। মা ও ভাই ফরিদাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ফরিদার ভাই রফিকুল ইসলাম অভিযুক্ত বোন জামাই হাসানসহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব জানান, নির্যাতন ও মাথা ন্যাড়া করা ঘটনার গৃহবধূর মামলায় পাষন্ড স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।