ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা ১৮ মামলায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর: কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশ দিয়ে ‘কঠোর লকডাউন’ এর ঘোষনায় চলছে গোটা দেশ।
সড়ক-মহাসড়কে গণপরিবহন বন্ধ, নিত্য প্রয়োজনীয় দোকান-পাট ব্যতিত সকল দোকান-পাট, শপিং মল বন্ধসহ চলমান ‘কঠোর লকডাউন’ বাস্তবায়ন করতে মাঠে সরব কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসন।
সকাল ৭টা থেকেই শুরু হয় উপজেলা প্রশাসনের অভিযান। চলে গভীর রাত অবধি। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর পৃথক নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের ২টি টিম চষে বেড়াচ্ছে উপজেলা জুড়ে। ভ্রাম্যমান আদালতের সহযোগীতায় সাথে রয়েছে সেনা বাহিনী ও চান্দিনা থানা পুলিশ।
সরকার ঘোষিত ‘কঠোর লকডাউন’র তৃতীয় দিন শনিবার (১ জুলাই) লকডাউন এর বিধিনিষেধ ও সরকারি আইন অমান্য করার অপরাধে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ৮টি মামলায় ১৩ হাজার টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এর ১০টি মামলায় ৪৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- মানুষের জীবন বাঁচাতে ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নের বিকল্প নেই। চান্দিনাতে শতভাগ লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, ভ্রাম্যমান আদালতের পাশাপাশি চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর নেতৃত্বে চান্দিনা থানা পুলিশও সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।