ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেনে-শুনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেব, প্রশ্ন প্রধানমন্ত্রীর
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাস সংক্রমণ যখন বাড়ছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি যারা তুলছেন, তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নাকচ করে তিনি বলেছেন, টিকা দেওয়ার পরই খোলার চিন্তা করবে সরকার। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
মাঝে পরিস্থিতির উন্নতিতে গত মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা হলেও তা ভেস্তে গেছে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে।
এখন প্রতিদিনই শতাধিক মৃত্যু ও ৮ হাজারের বেশি রোগী শনাক্তের মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন।
শনিবার সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরও একই দাবি তোলার পর তার জবাব দেন সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, “এখানে স্কুল-কলেজ খোলার ব্যাপারে কথা উঠেছে। কিন্তু যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা-মা কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে।”
এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা মানেই শিশুদের ঝুঁকিতে ঠেলা দেওয়া মন্তব্য করে তিনি বলেন, “আমরা জেনে-শুনে লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না, আমার মাননীয় সংসদ উপনেতা (বিরোধী উপনেতা) সেটা একটু বিবেচনা করবেন।”
যারা দাবি তুলছেন, তাদের নিয়ে শেখ হাসিনা বলেন, “যাদের ছেলে-মেয়েরা স্কুলে যায়ই না, পড়ার মতো ছেলে-মেয়ে নাই, তারাই বেশি কথা বলেন। কিন্তু যারা যায়, তারা তো চাচ্ছেন না।”
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পড়াশোনা যেন বন্ধ না থাকে সেজন্য সংসদ টেলিভিশন, রেডিও ও অনলাইনের মাধ্যমেও পাঠদানের কথা বলেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলো খুলে দেব।”