কুমিল্লায় আরো ১৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
Published : Sunday, 4 July, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লায়
করোনাভাইরাসের শনাক্তের হার বেড়ে ৩৮ শতাংশে পৌঁছেছে। চলতি বছর কুমিল্লায়
করোনা শনাক্তের হার এটাই সর্বোচ্চ। গত দুই সপ্তাহ থেকে দৈনিক করোনা
শনাক্তের এই হার ক্রমন্বয়ে বেড়েই চলছে। সেই সঙ্গে করোনাভাইরাস শনাক্তের
সংখ্যাও বাড়ছে। শনিবার গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আরও ১৪১ জনের শরীরে
করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়
৬৪জন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৮০৩ করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায়
৪৫ বছরের এক নারীসহ দুইজন মারা গেছেন। মারা যাওয়া এক পুরুষ (৬৪) এবং এক
নারী (৪৫) এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ
হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৪৮৬ জনের মারা
গেছেন।
শনিবার কুমিল্লা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করে জানান,
গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৩৭১ জনের নমুনার মধ্যে ১৪১ জনের শরীরে করোনা শনাক্ত
হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৬৪ জন।
এছাড়া কুমিল্লা আদর্শ সদর উপজেলা এবং চৌদ্দগ্রামে ১১ জন করে, সদর দক্ষিণ ও
দাউদকান্দিতে একজন করে, বুড়িচং ১০জন, ব্রাহ্মণপাড়া তিনজন, চান্দিনা ও
লাকসাম আটজন করে, দেবিদ্বার ও বরুড়ায় সাত জন, লালমাই চারজন এবং মনোহরগঞ্জ
দুইজন।
এছাড়া গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০জন। এনিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮৫জন।