টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পেশীশক্তি কিংবা শারীরিক গড়ন, ক্যারিবিয়ান ক্রিকেটারদের মারমুখী ব্যাটিং ভীতি ছড়ায়। কুড়ি ওভারের ক্রিকেটে ক্রিস গেইল, কাইরন পোলার্ড কিংবা আন্দ্রে রাসেলের সামনে বোলাররা যেন মুখ থুবড়ে পড়েন। এরা সবাই ছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তারপরও সিরিজ জয়ের হাসি হেসেছে প্রোটিয়ারা।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই শিরোপা ধরে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা দলটাই নির্বাচন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-বোলিংয়ে রীতিমতো ভয় ধরিয়ে দেওয়া এক দল। কিন্তু ‘মহান অনিশ্চয়তার খেলা’ ক্রিকেটে দিন যার, ম্যাচ তার। তাই ‘ভঙ্গুর’ এক দল নিয়েও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে ক্যারিবিয়ানদের ২৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।
গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে এইডেন মারক্রাম ও কুইন্টন ডি ককের ঝলমলে হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা ৯ উইকেটে করতে পারে ১৪৩ রান।
অথচ দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারেই ভালো ছিল না। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই খালি হাতে ফিরে যান অধিনায়ক তেম্বা বাভুমা। শুরুর ধাক্কা কাটিয়ে ডি কক ও মারক্রামের ব্যাটে বড় স্কোরের ভিত পায় প্রোটিয়ারা। ম্যাচসেরার পুরস্কার জেতা মারক্রাম ৪৮ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেছেন দলীয় সর্বোচ্চ ৭০ রানের ইনিংস। আর ডি কক ৪২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছয়ে খেলেন ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া ডেভিড মিলার ১৮* ও উইয়ান মুল্ডার ৯* রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ফিডেল এডওয়ার্ডস। অভিজ্ঞ পেসার ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন ডোয়াইন ব্রাভো ও ওবেড ম্যাককয়।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে এভিন লুইস ও শিমরন হেটমায়ার ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। লুইসের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান। হেটমায়ার করেন ৩১ বলে ৩৩ রান। এছাড়া বাকি সবাই ব্যর্থ। হতাশার বৃত্তে আটকে থাকা গেইল করেন ১১ রান। অধিনায়ক পোলার্ড ১৩ রানে বিদায় নেন। রাসেল তো রানের খাতাই খুলতে পারেননি! নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ২০ রান।
সফরকারীদের লুঙ্গি এনগিদি ৪ ওভারে ৩২ রানে নেন ৩ উইকেট। কাগিসো রাবাদা ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। তার সমান ২ উইকেট নিতে মুল্ডারের খরচ ৩১ রান।