ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিধিনিষেধ উপেক্ষা করে থানার সামনে হালখাতার আয়োজন
Published : Sunday, 4 July, 2021 at 1:44 PM
বিধিনিষেধ উপেক্ষা করে থানার সামনে হালখাতার আয়োজনলালমনিরহাটের আদিতমারী থানার প্রধান ফটকের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে রোকনুজ্জামান রোকন নামের একজন কাঁচামাল ব্যবসায়ীর চলছিল হালখাতার আয়োজন। পাটগ্রাম যাওয়ার পথে বিষয়টি নজরে আসে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমানের। তিনি তাৎক্ষণিক ওই দোকানে প্রবেশ করে হালখাতার আয়োজন বন্ধ করে দেন।

রোববার (৪ জুলাই) বেলা ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় মাস্ক না থাকায় হালখাতায় আসা মাজেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ২০০ টাকা জরিমানা করেন তিনি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমানের উপস্থিতিতে হালখাতায় ব্যবহৃত প্যান্ডেল খুলে ফেলেন আয়োজকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, আদিতমারী উপজেলার আদিতমারী গ্রামের রোকনুজ্জামান রোকন থানা গেটের সামনে বিসমিল্লাহ কাঁচামাল আড়ত নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে বিভিন্ন ধরনের কাঁচামালের পাইকারি ব্যবসা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে বাকি টাকা উত্তোলন করতে চলমান কঠোর বিধিনিষেধেও হালখাতার আয়োজন করেন।

বিষয়টি থানা সংলগ্ন এলাকায় হলেও পুলিশের নজরে আসেনি। কিন্তু নজর এড়াতে পারেননি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের। তিনি তাৎক্ষণিক জনসমাগম এড়াতে ওই ব্যবসায়ীর হালখাতার আয়োজন বন্ধ করে সতর্ক করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় সরকার ঘোষিত সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। চলমান লকডাউনে জনসমাগম এড়াতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ওই ব্যবসায়ী না মেনে হালখাতার আয়োজন করেছেন। হালখাতায় আগতদের খাবার প্যাকেটে সরবরাহ করতে বলা হয়েছে।’