ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হিলি দিয়ে ফিরেছেন ভারতে আটকেপড়া ৩০৫ যাত্রী
Published : Sunday, 4 July, 2021 at 2:31 PM, Update: 04.07.2021 2:32:27 PM
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে যাত্রীরা দেশে প্রবেশ করছেন। রবিবার (৪ জুলাই) দুপুরে চেকপোস্ট দিয়ে একজন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে হিলি দিয়ে মোট ৩০৫ জন যাত্রী দেশে ফিরেছেন।

ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে তাদেরকে নির্ধারিত আইসোলেশনে রাখা হচ্ছে ও পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তাদের প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এ পর্যন্ত এই পথ দিয়ে ৩০৫ জন ভারত থেকে দেশে ফিরেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সম্পূর্ণ হওয়ায় ১৩৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, সম্প্রতি দেশের অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপ্তাহে তিন দিন আটকেপড়া যাত্রীদের দেশে প্রবেশের নির্দেশনা দেওয়া হলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এ ধরনের নির্দেশনা এখনও আমরা পাইনি। হয়তোবা কোনও কারণে বেনাপোলে এই পদ্ধতি চালু করতে পারে তবে আমরা এখনও এমন কোনও নির্দেশনা পাইনি। এর ফলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগের মতোই ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে।