নোয়াখালীতে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়ালো ১৪৪ জনে। এছাড়াও নতুন আরও ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এদিকে, স্বাস্থ্যবিধি অমান্য করায় লকডাউনের তৃতীয় দিনে ১২৭টি মামলায় ১ লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
নোয়াখালী জেলা প্রশাসক মো.খোরশেদ আলম খান বলেন, 'মানুষকে ঘরে রাখতে এবং লকডাউন কার্যকরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে।'
তবে জরুরি প্রয়োজন ও রোগী বহনে কিছু সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ঔষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সকল ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।