ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোয়াইটওয়াশ এড়াতে নেমে চরম বিপর্যয়ে শ্রীলংকা
Published : Sunday, 4 July, 2021 at 6:52 PM
হোয়াইটওয়াশ এড়াতে নেমে চরম বিপর্যয়ে শ্রীলংকাইংল্যান্ড সফরে চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি সমান ম্যাচের ওয়ানডে সিরিজেও ধবলধোলাইয়ের শঙ্কায়।  

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন দলটি।  

রোববার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে শ্রীলংকা। স্কোর বোর্ডে ৮৭ রান যোগ করতেই সাজঘরে ফেরেন প্রথমসারির ৬ ব্যাটসম্যান।

ইংলিশ পেসার ক্রিস ওকস, ডেভিড উইলি ও টম কারানের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওসাদা ফার্নান্দো ও ওয়ানেন্দু হাসারাঙ্গা। 

এরপর ৩৭ রানের ব্যবধানে ফেরেন চামিকা করুণারত্নে ও বিন্দুরা ফার্নান্দো।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৪.৩ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান।