ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
 প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী ইউনিয়ন পর্যায়ে বিতরণ
Published : Monday, 5 July, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলায় করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে চাল-২.৫ টন, ডাল-২২৫০ কেজি, লবন-২২৫০ প্যাকেট, তেল-২২৫০ লিটার তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসীন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সাতানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার প্রমুখ।