ভারি বৃষ্টিপাত ও লকডাউনে স্থবির জনজীবন
Published : Monday, 5 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গতকাল ৪ জুলাই ব্রাহ্মণপাড়ায় ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিনের মত উপজেলা প্রশাসনের তৎপরতা। সকাল থেকে সারা দিন ব্যাপী উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থানে অভিযানের পাশাপাশি কোথাও ভারী বৃষ্টি কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যার ফলে কেউ বাড়ির বাহির হতে পারছেনা। অতিজরুরী প্রয়োজনে কেউ বাহির হওয়ার চেষ্টা করলে রাস্তায় কোন যানবাহন পাচ্ছেনা, আবার কেউ পায়ে হেটে যাওয়ার চেষ্টা করলেও বৃষ্টি বড় বাঁধা হয়ে দ্বারাচ্ছে। সরোজমিনে ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর ট্রহলরত গাড়ী ছাড়া রাস্তায় অন্য কোন গাড়ী নেই বললে চলে এবং জনমানব শুণ্য রাস্তাঘাট একেবারে ফাঁকা। কাঁচামালের কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা একেবারে নেই বললে চলে। আবার কিছু দোকানী ক্রেতা না থাকার কারণে দোকান বন্ধ করে বাড়ী চলে গেছে। ধান্যদৌল বাজারের ব্যবসায়ী মনির হোসেন জানান, সকাল থেকে দোকান খোলা রাখলেও লকডাউন ও বৃষ্টির কারণে কোন ক্রেতা বাজারে আসছেনা বাধ্য হয়ে দোকান বন্ধ করে বাড়ী চলে যাচ্ছি। এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বৈরী আবহাওয়ার মাঝেও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও স্থান গুলোতে অভিযান পরিচালনার উদ্দেশ্যে গিয়েছেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ও ব্রাহ্মণপাড়া থানাপুলিশ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ ও আনসার সদস্যগণ সহযোগীতা করেন। এছাড়াও কঠোর লকডাউন বাস্তবায়নে অন্যান্য দিনের মত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রাস্তায় সেনাবাহিনী ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর বভিন্ন দলকে সার্বক্ষণিক ট্রহল দিতে দেখা যায়।