রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় মো. ইলিয়াস ঢালি (৫১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৪ জুলাই) দিনগত রাত পৌনে এগারোটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাগ্নে ইব্রাহিম জানান, মামা রাতে বাসা থেকে সাইকেল নিয়ে দোকানে কিছু কেনার জন্য বের হয়েছিলেন। বাড্ডা প্রগতি সরণির ইউলুপ মোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত দ্রুতগামী কাভার্ড ভ্যান বা যে কোন যানবাহন তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এআইএমএস হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে রাত সোয়া দুইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৩ টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই হারুন অর রশীদ জানান, বাড্ডা প্রগতি সরণি ইউলুপ মোড়ে সাইকেল আরোহীকে অজ্ঞাত কোন যানবাহন ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক ৩টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত ইলিয়াস বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের মৃত আবুল কাসেম ঢালীর ছেলে। বর্তমানে তিনি মধ্য বাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি একটি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের গাড়ি চালক পদে চাকরি করতেন।