এখনও সমাপ্তি ঘটেনি ২০২১ সালের আসরের। এরই মধ্যে ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট নিয়ে ভাবতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী মৌসুমে বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে আইপিএল। যার মধ্যে অন্যতম হলো দুইটি নতুন দলের সংযোজন।
আইপিএলে এর আগে তিনটি আসরে দেখা যাবে ৮ দলের বেশি। ২০১১ সালের আসরে সবচেয়ে বেশি ১০ দল নিয়ে হয়েছিল এ মেগা টি-টোয়েন্টি টুর্নামেন্ট। পরের দুই বছর অংশ নিয়েছিল ৯টি দল। এরপর থেকে ৮ দল নিয়েই হয়ে আসছে আইপিএলের খেলা।
প্রায় ১১ বছর পর ২০২২ সালে ফের আইপিএলে নেয়া হচ্ছে ১০টি দল। আর এজন্য আগামী মৌসুমের আইপিএলের আগে মেগা অকশনের আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। এই অকশনের নিয়মেও আসছে পরিবর্তন।
আগে হওয়া সব মেগা অকশনে তিনজন খেলোয়াড়কে ধরে রাখার (রিটেইন) সুযোগ ছিল দলগুলোর সামনে। পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ড ছিল আরও দুইটি। তবে এবারের মেগা অকশনে আগের দলের ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দলগুলো।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানাচ্ছে, ২০২২ সালের নিলামের আগে ৪ খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দলগুলো। এক্ষেত্রে সর্বোচ্চ দুইজন বিদেশি কিংবা সর্বোচ্চ তিনজন দেশি খেলোয়াড়কে দলে রেখে দিতে পারবে তারা।
২০২১ সালের আসর এপ্রিল-মে থেকে পিছিয়ে সেপ্টেম্বরে চলে গেলেও, ২০২২ সালের আসরটি এপ্রিল-মে'তেই করতে চায় আয়োজকরা। তবে পরিস্থিতি বিবেচনায় যেকোনো সিদ্ধান্ত নেয়ার পক্ষে তারা। বিশেষ করে বিদেশি তারকাদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টিতে জোর দিচ্ছে বিসিসিআই।