ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৭ মৃত্যু
Published : Monday, 5 July, 2021 at 1:24 PM
কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৭ মৃত্যুকরোনার ভয়াবহ সংক্রমণে কুষ্টিয়ায় একদিনে ১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) এ তথ্য জানানো হয়। এর মধ্যে কুষ্টিয়া সদর হাসপাতালে ১৪ জন, কুমারখালীতে দুই ও খোকসায় একজন মারা গেছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯২ জন পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৩ শতাংশ।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার জানান, গত সাত দিনে কুষ্টিয়ায় এক হাজার ৪১০ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে সোমবারের ১৪ জনসহ  ৬১ জনের। এ পর্যন্ত জেলায় ২৫৯ জন মারা গেছেন। 

কুষ্টিয়া করোনা বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের সেবিকা ইনচার্জ (স্টাফ নার্স) দীপ্তি রানী জানান, ২৫০ শয্যার হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৬৯ জন রোগী। অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মাত্র চারটি আইসিইউ শয্যা ও ১০ শয্যার সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের কর্মীরা।

এছাড়া জেলায় রবিবার দিনব্যাপী অভিযানে বিধিনিষেধ অমান্যকারী ৮৬ জনের কাছ থেকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও একজনকে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।