ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রংপুর বিভাগে করোনায় আরও ১৫ জনের মৃত্যু
Published : Monday, 5 July, 2021 at 1:55 PM
রংপুর বিভাগে করোনায় আরও ১৫ জনের মৃত্যুরংপুর বিভাগে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় সংক্রমিত হয়ে ৫ নারীসহ আরও ১৫ জন মারা গেছেন। এছাড়াও একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে ৫ দিনে ৭ নারীসহ ৬৩  জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন, রংপুরে ৩ জন, পঞ্চগড় ও নীলফামারীতে ১ জন, লালমনিরহাটে ২ জন এবং কুড়িগ্রামে ১ জন মারা গেছেন।

এদিকে রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে কোনো বেড খালি নেই। তাই নতুন রোগী ভর্তি নেয়া হচ্ছে না। বিকল্প হিসেবে রমেক হাসপাতালে একটি নতুন ইউনিট খোলা হয়েছে। 
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। রংপুর বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬৩  হাজার ৩৬৯ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২৮ হাজার ৯২৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার  ৩১ জন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম জানান, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে এবং বিভাগীয় নগরী রংপুরে সংক্রমণ হার আশংকাজনক ভাবে বেড়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড চালু করা হয়েছে।