ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাতে অনাহারীর বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির ইউএনও
Published : Thursday, 8 July, 2021 at 12:00 AM, Update: 08.07.2021 12:11:38 AM
রাতে অনাহারীর বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির ইউএনওশাহীন আলম, দেবিদ্বার।
তিনদিন ঘরে খাবার নাই, দুইটা বাচ্চা নিয়ে অনহারে দিন কাটছে। দুপুরে এক বাসায় কাজ করে কিছু খাবার এনে ছেলে মেয়েকে খেতে দেছি। রাতে হঠাৎ করে ঘরে দরজায় কে যেন খাবারের প্যাকেট নিয়ে ডাকাডাকি করছে বের হয়ে দেখি আমাদের ইউএনও স্যার! স্যার আমাকে একটি খাবারের প্যাকেট দিছে আল্লাহ স্যারের হায়াত বাড়িয়ে দিক। কথা গুলো বলছিলেন নাছিমা বেগম, তিনি থাকেন দেবিদ্বার উপজেলা সদরের একটি বস্তিতে। বস্তির আরও কয়েকটি পরিবারকেও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন ইউএনও রাকিব হাসান। এমনই একটি পরিবার সালেহা বেগমের। স্বামী ইদ্রিস মিয়া পথে পথে ভাঙারী মাল কুঁড়ায়। দিন শেষে যা জমা হয় তা বিক্রি করে সংসার চলে। লকডাউনে এ কদিন ঘর থেকে বের হতে পারছেন না তিনি, অনাহারেই দিন কাটছিলো তাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি সালেহা বেগমও। সালেহা বলেন, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক। ইউএনও স্যার আমাদের এ বিপদের মুহুর্তে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাকেও অনেক দিন বাঁচিয়ে রাখুন।
বুধবার রাতে ১০টার দিকে উপজেলা সদর এলাকার বিভিন্ন বস্তি, পাড়া-মহল্লায় করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের মাঝে নিজের হাতে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
প্রত্যাক্ষদর্শী একাধিক বাসিন্দা বলেন, এভাবে না জানিয়ে ঘরে দরজায় খাবার নিয়ে ডাকাডাকি করা সত্যই বিরল দৃষ্টান্ত। হযরত ওমর (রা.) রাতের আধাঁরে এভাবে ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছেন, আজ তা বাস্তবে দেখলাম।    
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার অসহায় মানুষের দরজায় পৌছে দিচ্ছি। এভাবে যেখানেই গরীব অসহায় পরিবার পাবো তাদেরকেই দেওয়া হবে। আজ রাতে শতাধিক পরিবারের মাঝে আমি নিজে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিয়ে আসব।