ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সরকারি পুকুর থেকে মাটি উত্তোলন মাটিকাটার ৩টি যন্ত্র ধ্বংস
Published : Thursday, 8 July, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার: কুমিল্লার দেবিদ্বারে সরকারি একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ভানী ইউনিয়নের স্বর্ণকার পাড়ার পুকুরে একটি ও আছাদনগরে অন্য একটি পুকুরে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় ড্রেজার মালিকসহ শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।
মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, ভানী ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছেন। স্থানীয় কৃষক ও বাসিন্দারা দীর্ঘদিন এমন একটি অভিযোগ করে আসছিলেন। অবশেষে অভিযানে নামেন এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন।  
স্থানীয়রা বলেন, মহসিন স্বর্ণকার, ইউপি সদস্য মোমিন, আবুল বাসার, রাব্বি, জাহাঙ্গীর, নূরুল ইসলাম, আলাউদ্দিনসহ একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভানী ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি, সরকারি পুকুর ও জলাশয় থেকে মাটি বিক্রি করে আসছেন। এতে স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্টসহ পুকুর পাড়ের বাড়ি ঘর ধসে পড়ার আশংকা রয়েছে। এছাড়াও মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়রা বারবার বাঁধা দেওয়ার চেষ্টা করলেও বাঁধায় কোন কাজে আসছেনা।

সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, ভানী ইউনিয়নের বিভিন্ন স্পটে সরকারি পুকুর থেকে অবৈধভাকে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটি কাটার যন্ত্র ও পাইপ নষ্ট করা হয়েছে। এরপরও যদি বালু উত্তোলন করা হয়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।