Published : Friday, 9 July, 2021 at 12:00 AM, Update: 09.07.2021 12:58:26 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় চৌদ্দগ্রামে একটি পাইপগান এবং দেশীয় অস্ত্রসহ কামরুল
হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার গোলাইকরা
এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক র্যাব। আটক কামরুল হাসান চৌদ্দগ্রাম
উপজেলার পদুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। অভিযানকালে তার কাছ থেকে
২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত
করে র্যাব -১১ কুমিল্লা উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন
সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৮ জুলাই সকালে
কুমিল্লা চৌদ্দগ্রাম থানার গোলাইকরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় ১টি পাইপগান, ১টি রামদা, ১টি ছোরাএ বং ২১ বোতল ফেনসিডিলসহ অস্ত্রধারী
মাদক ব্যবসায়ী কামরুল হাছানকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক
অনুসন্ধান ও গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লারবিভিন্ন স্থানে
সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির
বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেলথানায় আইনানুগ ব্যবস্থা
প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।