ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাসানচরের কাছে জাহাজডুবি
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
নোয়াখালীর ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে পাইপ বহনকারী একটি লাইটারেজ জাহাজ ডুবেছে।
ডুবে যাওয়া জাহাজের নাম ‘এমভি হ্যাংগ্যাং-০১’। জেড শিপিং লাইন্স নামে একটি প্রতিষ্ঠান এটির পরিচালনাকারী বলে জানা গেছে।
ডুবে থাকা আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মঙ্গলবার সকালে ‘এমভি হ্যাংগ্যাং-০১’ ডুবে যায় বলে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সেলিম জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি গ্যাসলাইনের পাইপ নিয়ে মাওয়ায় যাচ্ছিল। ভাসান চর এলাকার কাছে সমুদ্র পার হওয়ার সময় জাহাজটি স্টিয়ারিং ফেইল করে ওই এলাকায় ডুবে থাকা অন্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ধীরে ধীরে ডুবে যায়।
জাহাজে থাকা ১২ নাবিক অন্যান্য জাহাজে উঠে প্রাণরক্ষা করেছেন বলে জানান সেলিম।
গত ১০ জুলাই ভাসানচরের কাছে এমভি ফুলতলা-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছিল। পরদিন ডুবে যাওয়া জাহাজের স্থানটি মার্কিং করে বয়া স্থাপন করা হয়েছিল। এমভি হ্যাংগ্যাং-০১ ওই পথে যাওয়ার সময় ওই জাহাজটির সঙ্গেই ধাক্কা লাগায়।
এমভি হ্যাংগ্যাং বর্তমানে ওই এলাকায় অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে বলে বিআইডব্লিউটিএ কর্মকর্তা জানান।