কুমিল্লায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামউপজেলায় চান্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ীকে আটক হয়। এসময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৫৫হাজার ৪০০টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালনগর গ্রামের মৃত মকবুল আহম্মেদদের ছেলে মোঃ হিরন মিয়া (৪০)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ চৌদ্দগ্রামসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।