কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃ লিমিটেড এবং সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গরীব ও অসহায় ৮৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ জাহাঙ্গীর হোসেন, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ।
পরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৮৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এরমধ্যে প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে চাউল, ডাল, আলু, পেঁয়াজ,তৈল, লবণসহ মোট ১৭ কেজি খাদ্যসামগ্রী।
করোনা দূর্যোগ মুহুর্তে কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাঃ লিমিটেড ও সেন্ট্রাল মেডিকেল কলেজের উদ্যোগে খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও অসহায় পরিবারের সদস্যরা।