Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM, Update: 13.07.2021 12:04:46 AM
মাসুদ আলম।।
কুমিল্লায়
একদিনে আরও ৪২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত
ব্যক্তিদের মধ্যে ১৫৫ কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এনিয়ে জেলা
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৮৭ জন। তাদের মধ্যে
সুস্থ হয়েছেন ১২ হাজার ৫১৭ জন। এদিকে মঙ্গলবার কুমিল্লায় করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩জন। তাদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর, লাকসাম
ও চান্দিনায় একজন করে মারা গেছেন। নতুন তিনজনসহ জেলায় এখন পর্যন্ত করোনায়
আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৮ জন।
মঙ্গলবার কুমিল্লা সিভিল সার্জন অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল
সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ৯৯৭টি রিপোর্টের মধ্যে
৪২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১৫৫ জন
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া কুমিল্লা আদর্শ সদর ৩২
জন, সদর দক্ষিণ, চান্দিনা, মুরাদনগর, তিতাস ও হোমনায় নয়জন করে, বুড়িচং
৩৬জন, ব্রাহমণপাড়া সাতজন, চৌদ্দগ্রাম ৩৭জন, দেবিদ্বার ২৯জন, দাউদকান্দি
১৬জন, লাকসাম ৩১জন, লালমাই ছয়জন, নাঙ্গলকোট একজন, বরুড়া ২৮জন, মনোহরগঞ্জ
দুইজন এবং মেঘনা তিন।