কুমিল্লায় ৩২টি মোবাইল কোর্টে ১৬৩ জনকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লায়
লকডাউনেও বেড়েই চলছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার। হাসপাতালে দেখা দিয়েছে
আইসিইউ, শয্যা ও চিকিৎসককের সংকট। ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনায় আক্রান্ত
হয়েছেন আরও ৪২৮ জন। এদিন মৃত্যু হয়েছে আরও তিনজনের। আক্রান্ত ও মৃত্যুর এই
ভয়াবহ অবস্থায় করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।
মানুষের মাঝে স্বাস্থবিধি নিশ্চিত করে মাঠে কাজ করে যাচ্ছেন আইন-শৃঙ্খলা
বাহিনী। সেই সাথে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করা
ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা
প্রশাসন। লকডাউন বাস্তবায়নে মঙ্গলবার (১২ জুলাই) কুমিল্লা নগর, মহানগর এবং
১৭ উপজেলার বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসন ৩২টি মোবাইল কোর্ট
পরিচালনা করে ১৬৩টি মামলা দায়ের করেছেন। বিধিনিষেধ অমান্য করায় ১৬৩
ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা
হয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা
পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা
হয়।
মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কঠোর লকডাউনে
বাস্তবায়নে মঙ্গলবার কুমিল্লা জেলা শহরসহ ১৭ উপজেলার বিভিন্ন স্থানে জেলা ও
উপজেলা প্রশাসন ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় এসময়
সেনাবাহিনীর ৮, পুলিশের ৫১, আনসার ৩, বিজিবি ৩ এবং র্যাবের ১ এবং গ্রাম
পুলিশ ও স্কাউটের ৯৯টি টিম কাজ করেছে।
স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব
এবং বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত ৩২টি মোবাইল কোর্টে ১৬৩টি
মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৩ জনকে জরিমানা করা
হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়,
৩২টি মোবাইল কোর্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ৬টি।
এছাড়া আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, মেঘনা,
দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া, বরুড়া, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জে দুইটি করে এবং
মুরাদনরগর, তিতাস, হোমনা ও লালমাইয়ে একটি করে। এদিন নাঙ্গলকোট উপজেলায় কোন
মোবাইল কোর্ট পরিচালিত হয়নি।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, লকডাউনে বিধিনিষেধ অমান্যকারীদের
বিরুদ্ধে সোমবার ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা ছাড়াও জেলা প্রশাসন ৫
হাজার ৬১০ গরিব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। করোনা
প্রতিরোধে সরকারের দেওয়া যে কোন নির্দেশনা পালনে বিধিনিষেধ অমান্যকারীদের
বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।