Published : Monday, 12 July, 2021 at 12:00 AM, Update: 12.07.2021 12:04:17 AM
তানভীর দিপু:
কুমিল্লায়
সাম্প্রতিক সময়ের করোনা পরিস্থিতি, লকডাউন, ঈদ-উল আযহার পশুর হাট
ব্যবস্থাপণা এবং গৃহহীণদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের
অগ্রগতি ও অভিযোগ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কুমিল্লা জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার
উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাহাদাত
হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা
প্রশাসক(রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল উপস্থিত ছিলেন।
জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর
উপহার গৃহহীণদের জন্য আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে নানান অভিযোগের প্রেক্ষিতে
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কুমিল্লায় যোগদানের
পর থেকে যেখানেই আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে সেখানেই পরিদর্শন করেছি।
কুমিল্লায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক ও
উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এদিকে খেয়াল রাখছেন। উপজেলা পরিষদের
চেয়ারম্যানগণ মনিটিরিং কমিটির সদস্য। আমরা দেখেছি কোথাও কোথাও পুরোনো ছবি
বা ঘর নির্মান কাজের ছবি দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে। আপনারা
জানেন এই আশ্রয়ণ প্রকল্পগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার। আমার অনুরোধ রইলো- আপনারা
এই কাজগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, ভুলত্রুটি থাকলে আমাদের জানাবেন।
আমরা সংশোধন করবো।যারা অসত্য তথ্য দিয়ে এটা করছেন, এটা রীতিমত অন্যায়। এটা
সাংবাদিকতার সাথেও যায় না। ইতিমধ্যে আপনারা জানেন বুড়িচং উপজেলায় একটি নিউজ
হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছি। জানা গেছে যে,
একটা মহল সরকারকে বিব্রত করার জন্য এটা করেছে। এজন্য রীতিমত বুড়িচং থানায়
একটি মামলা হয়েছে। আমি অনুরোধ করেছি তদন্তপূর্বক যারা দোষী বিরুদ্ধে
ব্যবস্থা নিতে। এছাড়া অনেক পুরোনো দেবিদ্বার উপজেলার ঘরের ছবি দিয়ে একটি
নিউজ হয়েছে।
আমরা পরস্পর পরস্পরের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে সরকারের
যে উন্নয়ণ কার্যক্রম তা সঠিকভাবে তুলে ধরা উচিত। তাহলে নবীন কর্মকর্তা যারা
কাজ করবেন তারা অনুপ্রাণিত হবেন। আর এই ঘরগুলোর আপনারা আমাদের সহযোগিতা
করবেন, কোথাও কোন অনিয়ম হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।
এছাড়া ঈদ উল
আযহার পশুর হাট নিয়ে জেলা প্রশাসক জানান, সীমিত সংখ্যক পশুর হাটের অনুমোদন
দেয়া হয়েছে। অনলাইনে সরকারি অ্যাপসে পশু বেচাকেনা চালু রয়েছে। অথবা
খামারিরা খামার থেকে পশু বেচা কেনা করতে পারবেন। তবে অবশ্যই পশুর হাটে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও তিনি লকডাউন মেনে চলার জন্য সবাইকে
অনুরোধ জানান।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক
সভাপতি ও অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজ
সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক গোলাম কিবরিয়া, কাজী এনামুল হক ফারুক
প্রমুখ বক্তব্য রাখেন।