Published : Monday, 12 July, 2021 at 12:00 AM, Update: 12.07.2021 12:04:23 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায়
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরো ১০ জন। সাম্প্রতিক সময়ে
মৃতের সংখ্যায় এটাই সবচেয়ে বেশি। এনিয়ে জেলায় মোট প্রাণহানির ৫৩৫ জনের। গত
২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। সংক্রমণ শনাক্তের হার
৪১ শতাংশের বেশি। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান মতে, বর্তমানে
কুমিল্লায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১২
হাজার ৪২৭ জন। অর্থাৎ বর্তমানে কুমিল্লা হাসপাতালে ও বাসা-বাড়িতে
চিকিৎসাধীন আছেন ৫ হাজার ১৩২ জন। এদিকে সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন
উপজেলা গ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যাদেরই শারীরিক অবস্থার
অবনতি হচ্ছে তাদেরকেই নিয়ে আসা হচ্ছে কুমিল্লা শহরে। যে কারনে রোগীর চাপ
বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে। অতিরিক্ত রোগী
সামাল দিতে প্রাথমিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা করোনা
প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান,
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাতেই করোনা চিকিৎসা করা যাবে।
এছাড়া সদর হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সগুলোতে করোনার প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া কুমিল্লার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও করোনার চিকিৎসার
জন্য ব্যবস্থা করা হচ্ছে। যেখানে রোগীরা সরকারি খরচে অক্সিজেন সরবরাহ সেবা
পাবেন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরনকারীদের সবার বয়সই ৬৫ এর বেশি।
তাদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ। এছাড়া তারা ৩ জন কুমিল্লা সিটি
কর্পোরেশনের, বরুড়ার ২ জন, চৌদ্দগ্রামের ২ জন, লাকসাম, দেবিদ্বার ও বুড়িচং
এর ১ জন করে মারা গেছেন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে
চলমান লকডাউন মানাতে গতকালও জেলায় ২৩টি মোবাইল কোর্টের টিম মাঠে ছিলো। ৯১
টি মামলায় ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হযেছে। মোবাইল কোর্টে ৯৪
জনকে দন্ডিত করা হয়েছে। এছাড়াও গতকাল ৩ হাজার ৮ শ ১১ জনকে করোনাকালীন ত্রান
বিতরণ করা হয়েছে।