ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ের জ্যোতিষ সিংহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য নির্বাচিত
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM, Update: 14.07.2021 12:02:33 AM
লালমাইয়ের জ্যোতিষ সিংহ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য নির্বাচিতপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বরের জ্যোতিষ সিংহ খোকন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য নির্বাচিত হয়েছেন। গত ১১ জুলাই বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৮ এর ৫ ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জ্যোতিষ সিংহ ৩রা জানুয়ারি ১৯৫৪ ইং জেলার লালমাই উপজেলার আলীশ্বর গ্রামের সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা- স্বর্গীয় মনমোহন সিংহ ও মাতা- কিরণ বালা সিংহ। তিনি ১৯৭০ সালে হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। চাকুরী জীবনে তিনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আঞ্চলিক পরিদর্শন কেন্দ্র ও প্রথম শ্রেণী আবহাওয়া পর্যবেক্ষনাগার কুমিল্লার কর্মকর্তা ছিলেন। ২০১০ সালে সরকারি চাকুরী হতে অবসর গ্রহণ করেন। বর্ণাঢ্য  রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক, লালমাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন । নিরহংকারী এই মানুষটি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নীরবে। তিনি মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতনের বড় ভাই।
জ্যোতিষ সিংহ খোকন বলেন স্বাধীনতার পর প্রথম  বৃহত্তর কুমিল্লা থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য আমাকে নির্বাচিত করেছেন। এই বিরল সন্মানে ভূষিত করায় আমি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির প্রতি চির কৃতজ্ঞ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।