ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে জেলায় আরও ৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বুধবার সকালে ঝিনাইদহ থেকে ২৮২ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩০ দশমিক ৮৫ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৪৫ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫ জনসহ মোট সুস্থ ৩ হাজার ৬০৫ জন। তিনি আরও জানান, এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে জেলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ১১ জন মারা গেছেন।
বর্তমানে হাসপাতালে করোনা ওয়ার্ডে ৭৫ ও আইসোলেশনে ৫৯ জনসহ ভর্তি আছে মোট ১৩৪ জন। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মিথিলা ইসলাম।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৬টি উপজেলা সদরে ১১২ জন, শৈলকূপায় ১৫ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৫ জন, হরিনাকুণ্ডুতে ৬ জন ও মহেশপুরে ৫ জন।