ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দের মামলায় আসামির জামিন
Published : Wednesday, 14 July, 2021 at 12:59 PM
৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দের মামলায় আসামির জামিনময়মনসিংহে অবৈধভাবে আনা ভারতীয় আট লাখ টাকার পণ্য জব্দের ঘটনায় করা মামলায় আসামি সাইদুলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

তার জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৪ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান ও ফখরুল বাহার শাকিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- নেত্রকোনা থেকে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য ময়মনসিংহ হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে মধ্যরাতে পাটগোদাম ব্রিজ মোড় এলাকায় আতিক ট্রান্সপোর্ট কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসেসের একটি গাড়ি আটক করে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের কোনও বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

তাই ঘটনাস্থল থেকে ফুলপুর উপজেলার রুপসী গ্রামের হারুন অর রশিদের ছেলে সাইদুল ইসলামসহ (৩৭) তিনজনকে আটক করে পুলিশ। এসময় একটি কাভার্ডভ্যান ও ৮ লাখ টাকা সমমূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়। পরে গত ২৩ মে আসামিদের বিরুদ্ধে মামলা করে কোতোয়ালী থানা পুলিশ।