ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুধবার থেকে ভার্চুয়ালি চলবে হাইকোর্টের ৩৮ বেঞ্চ
Published : Wednesday, 14 July, 2021 at 2:10 PM
বুধবার থেকে ভার্চুয়ালি চলবে হাইকোর্টের ৩৮ বেঞ্চ করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে হাইকোর্টের ৩৮টি বেঞ্চে ভার্চুয়ালি বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

বুধবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ নির্দেশনা দেন।
 
নির্দেশনা অনুসারে, হাইকোর্টে ২৫ দ্বৈত বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এরই মধ্যে বিচারকদের জন্য বেঞ্চও নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এর আগে গত ৩০ জুন চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হয়ে আসছিলো সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বার বার আবেদন জানিয়েছে সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।
 
প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।