ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট, ডাকাতের পৃষ্ঠপোষকসহ গ্রেফতার ২
মাসুদ আলম
Published : Wednesday, 14 July, 2021 at 6:21 PM
কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট, ডাকাতের পৃষ্ঠপোষকসহ গ্রেফতার ২কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে লুন্ঠিত স্বর্ণালংকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৮ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 
পুলিশ জানায়, গত ২ জুলাই গভীর রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামে কুমিল্লা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিমের বাড়িতে ঢুকে প্রায় ৭ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে। এসময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় দেবিদ্বার থানায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ডাকাতির সঙ্গে জড়িত আনোয়ার হোসেনকে প্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে ডাকাতির পৃষ্ঠপোষক ও স্বর্ণক্রেতা রিপন চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়। 
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম. তানভীর আহমেদ জানান, গ্রেফতারকৃত রিপন চন্দ্র সাহা দীর্ঘদিন যাবৎ ডাকাতদের পৃষ্ঠপোষক এবং ডাকাতির বিভিন্ন লুন্ঠিত স্বর্ণ ক্রয়-বিক্রয় করে একটি অপরাধ চক্র গড়ে তুলেছিলেন।