মঈনের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের সমতা
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
ইংল্যান্ডের
বিপে ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটা জয়ে শুরু
করেছিল পাকিস্তান। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আবার খেই হারিয়েছে সফরকারীরা।
দ্বিতীয় ম্যাচটিতে মঈন আলীর অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে ৪৫ রানে
হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
আগে ব্যাটিং করা ইংল্যান্ড ১৯.৫ ওভারে
অলআউট হয় ২০০ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানেই থেমে গেছে
সফরকারীরা। ফলে ৪৫ রানের দারুণ জয়ে সমতায় ফিরেছে ইংল্যান্ড। ফলে আগামী
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী।
রবিবার লিডসে
অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল ইংলিশরা। ১৮ রানে
দ্রুত ২ উইকেট তুলে স্বাগতিকদের চেপে ধরার চেষ্টা করেছিল পাকিস্তান। সেই
চাপ ধরে রাখা যায়নি জস বাটলার ও মঈন আলী জুটির দৃঢ়তায়। দুইজন মিলে তৃতীয়
উইকেটে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন। মঈন আলী ১৬ বলে ৬ চার ও ১
ছক্কায় ৩৬ রান করে আউট হলেও বাটলার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৩৯ বলে ৭
চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে ফিরেছেন বাটলার। এছাড়া লিয়াম
লিভিংস্টোনের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। সবমিলিয়ে স্বাগতিকরা ১ বল হাতে রেখে
২০০ রান স্কোরবোর্ডে তুলে অলআউট হয়।
পাকিস্তানের বোলারদের মধ্যে মোহাম্মদ হাসনাইন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া হারিস রউফ ও ইমাদ ওয়াসিম দুটি করে উইকেট নেন।
২০১
রানের জয়ের ল্েয খেলতে গিয়ে শুরুতেই বিপথে চলে যায় পাকিস্তান। উইকেট
হারাতে থাকে নিয়মিত বিরতিতে। শুরু থেকেই আদিল রশিদ-সাকিব মাহমুদ
পাকিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরেন। পরবর্তীতে সেই চাপ বাড়ান মঈন আলী।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেও দলকে উদ্ধার করতে পারেননি
রিজওয়ান। এছাড়া শাদাব খান ২২ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। শেষ
পর্যন্ত টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানের ইনিংস ১৫৫ রানেই
থেমে যায়। ইংলিশ বোলারদের মধ্যে সাকিব মাহমুদ সর্বোচ্চ তিনটি উইকেট নেন।
এছাড়া আদিল রশিদ ও মঈন আলী নিয়েছেন দুটি করে উইকেট। ম্যাচসেরাও হন মঈন।