ভারতের ‘তৃতীয় সারি’র দলই হেসে খেলে হারাল শ্রীলঙ্কাকে
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
ভারতের
বিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৯
উইকেট হারিয়ে ২৬২ রান সংগ্রহ করেছিল। জবাবে ৮০ বল হাতে রেখে ৭ উইকেটের জয়
নিশ্চিত করেছে ভারত।
দ্বিতীয় সারির দল নিয়েও জয় পেতে কোনও কষ্ট হয়নি
সফরকারীদের। ২৬৩ রানের জয়ের ল্েয খেলতে গিয়ে পৃথ্বী শ ও শিখর ধাওয়ান মিলে
৫৮ রানের জুটি গড়েছেন। ২৪ বলে ৪৩ রানে পৃথ্বী শ আউট হলেও তার পর
হাফসেঞ্চুরি তুলে নেন ইশান কিশান। তিনি ৪২ বলে ৫৯ রান করে আউট হন। এরপর
মনীশ পান্ডে ২৬ রান করে দ্রুত বিদায় নিলে একা ধাওয়ানই কপথে রাখেন দলকে।
চতুর্থ উইকেটে সূর্যকুমার যাদবের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে
নিশ্চিত করেন জয়। সূর্যকুমার ২০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে
ধাওয়ান অপরাজিত থাকেন ৮৬ রানে। ৯৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ধাওয়ান নিজের
ইনিংসটি সাজিয়েছেন।
লঙ্কান বোলাদের মধ্যে ধনঞ্জয়া ডি সিলভা সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া লাকসান সান্দাকান নিয়েছেন একটি উইকেট।
এর
আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দলীয় পারফরম্যান্সে ৯ উইকেট হারিয়ে ২৬২ রান
সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে চামিকা করুণারতেœ
ব্যাট থেকে। এছাড়া দাসুন শানাকার ৩৯, চারিথ আসালাঙ্কার ৩৮ ও আবিষ্কা
ফার্নান্দোর ব্যাট থেকে আসে ৩৩ রান। দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ
যাদব দুটি করে উইকেট নিয়েছেন।