ব্রাহ্মণপাড়ায় বিআরডিবির আয়োজনে ঋণ বিতরণ
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
‘মুজিব বর্ষে বিআরডিবি'র অঙ্গীকার, স্বনির্ভর সমৃদ্ধ পল্লী গড়ার’, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত ঋণ বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি'র চেয়ারম্যান আব্দুছ সামাদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাজী শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, ফিল্ড অফিসার যথাক্রমে মোঃ শফিকুর রহমান, মনোয়ারা বেগম, সুফিয়া খাতুন এবং পারভীন আক্তার। ঋণ বিতরণ অনুষ্ঠানে বিআরডিবি'র নিবন্ধনভুক্ত ১০ জনকে এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো ৫০ জনকে এই ঋণ দেওয়া হবে বলে জানানো হয়।