আশ্রয়ন প্রকল্পে কোরবানির গরু দিলেন এমপি রাজী ফখরুল
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বারে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারে মাঝে ঈদুল আজহার জন্য দুটি গরু উপহার দিয়েছেন দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আশ্রয়ন প্রকল্পের ৩৪টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, ৬ কেজি চাল, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি লবন, ২ কেজি পেয়াজ, এক লিটার তেল এবং দু প্যাকেট হলুদ ও মরিচের গুড়া ।
সোমবার বিকালে উপজেলার এলাহাবাদ ইউপি’র কাচিসাইর আশ্রয়ন প্রকল্পে ১টি এবং জাফরগঞ্জ ইউপি’র বারুর আশ্রয়ন প্রকল্পের জন্য ১টি গরু ঈদ উপহার হিসেবে বাসিন্দারের হাতে হস্থান্তর করা হয়।
কোরবানির গরু ও ঈদ সামগ্রী পেয়ে খুশি বারুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মিনুয়ারা ও সুফিয়া বেগম বলেন, তাঁরা বলেন, গত ঈদে আশ্রয়হীন ছিলাম, এ ঈদে মাথা গুজার আশ্রয় পেয়েছি। আমাদের এমপি সাহেব সবার ঘরে ঘরে গরুর গোসত ও ঈদের খাবারও ব্যবস্থা করেছেন। ছেলে-মেয়েদের নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারব।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রাকিব হাসান,সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ গিয়াস উদ্দীন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মশিউর রহমান সুমন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.নুরুল আমিন, মো.সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিব হাসান বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারের জন্য কোরবানির দুটি গরু ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জেলা প্রশাসক মহোদয়ের পক্ষে মাননীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বিতরণ করেন।
এমপি রাজী ফখরুল বলেন, সব ঈদেই আমারা সকল নেতা কর্মীরা খায়, এবার আমরা চিন্তা করেছি আমরা না খেয়ে পাশে থাকা গরিব -অসহায় মানুষটিকে সাহায্য করব। অসহায় প্রতিটি ঘরে ঘরে কোরবানির গোশত পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।