ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে বাড়ি অবরুদ্ধ থাকায় ঈদ করতে পারছেন না যুবলীগ নেতা
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
গরু কেনার টাকা পকেটে নিয়ে ঘুরছেন তিনি। পরিবার পরিজনকে নিয়ে বাড়িতে ঢুকার পথ বাঁশের বেড়ায় অবরুদ্ধ। এক সময়ের প্রভাবশালী যুবলীগ নেতার এমন করুণ দৃশ্যে বর্তমান নেতা-কর্মীরাও এগিয়ে আসছে না। নিরূপায় হয়ে তিনি গতকাল সোমবার বিকেলে মুরাদনগর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সহযোগিতা চায়। ভুক্তভোগি মোখলেছুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
যুবলীগ নেতা মোখলেছুর রহমান বলেন, বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়েছে। পরিবার নিয়ে বাড়িতে ঢুকতে পারছি না। গরু কেনার টাকা পকেটে রেখেছি, কিন্তু বাজারে যাওয়ার সাহস পাচ্ছি না। বাড়িতে ঢুকলে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকি-ধমকি দিচ্ছে তারা। সাংগঠনিক রাজনীতি করে ছাত্রলীগ থেকে যুবলীগ নেতা হয়েছি। আমারই যদি এমন করুণ দশা হয়, তাহলে অন্যদের কি হবে! প্রশাসন ও স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতা পেলে পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঈদ করতে পারতাম।’
অভিযুক্ত আব্দুল মতিন বলেন, ‘আমাদের নিজের জায়গায় আমরা বেড়া দিয়েছি। সে যদি বাড়িতে ঢুকতে না পারে, সেটা আমার দেখার বিষয় নয়। মানবিক দিক থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটি খুলে দিতে পারতেন এমন প্রশ্নে? তিনি বিষয়টি আমলে নেয়নি।’
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘ওনাকে আমার কাছে পাঠিয়ে দেন। বিষয়টি আমি আন্তরিকতার সহিত দেখব।’