ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
ছায়কোট মাদরাসা-এ-নূরীয়ায় এতিম অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
Published : Tuesday, 20 July, 2021 at 12:00 AM, Update: 20.07.2021 1:05:50 AM
ছায়কোট মাদরাসা-এ-নূরীয়ায় এতিম অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণগতকাল সোমবার ১৯ জুলাই চান্দিনা পৌরসভাধীন ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া (হাফিজী মাদরাসা) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে-এতিম, অসহায় ও মেধাবী ৩০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বিত করেন অত্র মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের জমি দাতা সদস্য হাজী আ: রব, জমি দাতা সদস্য মো: আ: হক, মাও: কাজী হুমায়ুন কবির আজাদী, মো: নজরুল ইসলাম (কনট্রাক্টর), মো: আবুল কালাম, মাও: মিজানুর রহমান, মাও: কাজী আ: রশিদ, অত্র মাদরাসার সেক্রেটারি মো: সালাহ উদ্দিন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাও: আ: হাকিম রেজভী, আরও উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম, আ: মজিদ, আ: জলিল বক্্শী, হাফেজ মো: শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া এর অর্থ সচিব মাও: হুমায়ুন কবির রেজভী।
উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরে তরিক্বত আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী কাদেরী, (মা:জি:আ:) পীর সাহেব- রেজভীয়া দরগাহ্্ শরীফ, নেত্রকোণা, খলিফায়ে খানদানে আলা হযরত ইউপি, ভারত। প্রতিষ্ঠানটি আহলে সুন্নাতের মতাদর্শে পরিচালিত- এখানে প্রায় ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। অনুষ্ঠান শেষে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো: আলী আশরাফ এমপি এর আশু রোগমুক্তি কামনা এবং দেশ-জাতি, মুসলিম উম্মাহ ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে মুক্তির লক্ষে বিশেষ মুনাজাত করা হয়।