কুমিল্লায় উদ্ধার করা ৯ কোটি টাকা মূল্যের ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। গত ১০ মাসে এসব মাদক দ্রব্য উদ্ধার করে ১০ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন। আর এসব মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ১৫ শ মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২শ ৪৪ জন আসামীকে। ২৬ জুলাই উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ ও সচেতনতামুলক অনুষ্ঠানে এসব তথ্য জানা যায়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল রিজিয়ন কমান্ডার মো: তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে কুমিল্লা সেক্টর সদরদপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মো: শাহরিয়ার ইকবাল, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা ব্যাটিলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: গোলাম ফজলে রাব্বি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণসহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি কুমিল্লা অংশে ৯ কোটি টাকারও বেশি মাদক উদ্ধার করে, যা কোন অংশে কম নয়। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে গত ৩০ শে জুন পর্যন্ত সময়ের মধ্যে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের মধ্যে ৮০হাজার ৯৪৭ পিস ইয়াবা, ৭১ হাজার ৫শ ১৩ বোতল ফেন্সিডিল, ২ হাজার ১৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ১হাজার ৩শ ৫০ কেজি গাঁজা ১হাজার ৮শ ৮৯ বোতল মদ, ১হাজার ৬শ ৭৫ বোতল বিয়ার এবং ৩লাখ ২হাজার ৪শ অবৈধ ট্যাবলেট । এগুলো অতিথিদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।