ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ ভ্রমণ, ভৈরবে ১১ জনকে অর্থদণ্ড
Published : Monday, 26 July, 2021 at 7:39 PM
লকডাউনে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ ভ্রমণ, ভৈরবে ১১ জনকে অর্থদণ্ডভৈরবে কঠোর লকডাউন অমান্য করে মেঘনা নদীতে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ ভ্রমণের দায়ে দুটি নৌকাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুলাই) বেলা ১২টায় ভৈরব ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি নৌকার ১১ জনকে চার হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে ভৈরব নৌ থানা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন, অযথা বের হওয়া এবং সাউন্ডবক্সসহ তরুণদের আনন্দ ভ্রমণের দায়ে দুটি নৌকা আটক করে ১১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।