Published : Tuesday, 27 July, 2021 at 12:00 AM, Update: 27.07.2021 12:59:26 AM
জহির
শান্ত: করোনা সংক্রমণের রেকর্ড দিন দিন বেড়েই চলেছে কুমিল্লায়। চলমান কঠোর
লকডাউনের মধ্যেই সোমবার একদিনে রেকর্ড সর্বোচ্চ ৮৩৫ জন করোনা রোগী শনাক্ত
হয়েছে এ জেলায়। এর মধ্যে ২৬৮ জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও
গত ২৪ ঘন্টায় এ কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। মারা যাওয়া
ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী এবং ৬ জন পুরুষ।
সোমবার জেলা সিভিল সার্জন
কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের দিন রোববার ৭০১ জন করোনা রোগী
শনাক্তের তথ্য দেয় জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগী
সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৭২ জন।
প্রাণ হারিয়েছেন ৬৭২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪
ঘন্টায় কুমিল্লায় ২৩৪৯ জনের মধ্যে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর
মধ্যে শনাক্ত হয়েছেন ৮৩৫ জন। শনাক্তের হার ৩৫.৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ২৬৮ জন, আদর্শ সদর উপজেলার ২৩ জন, সদর
দক্ষিণ উপজেলার ২১ জন, বুড়িচংয়ে ৩৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২৩ জন, চান্দিনায় ৪০
জন, চৌদ্দগ্রামে ১৭ জন, দেবিদ্বারে ৫৮ জন, দাউদকান্দি উপজেলায় ৬২ জন,
লাকসামে ৩৭ জন, লালমাইয়ে ২৩ জন, নাঙ্গলকোটে ৩৬ জন, বরুড়ায় ৩০ জন,
মনোহরগঞ্জে ৪৫ জন, মুরাদনগরে ৪৪ জন, মেঘনায় ১৩ জন, তিতাসে ২৪ জন এবং হোমনা
উপজেলায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা
আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের মুরাদনগর উপজেলার ২ জন, দেবিদ্বারের ২ জন,
লাকসামের ১ জন, চৌদ্দগ্রামের ২ জন, বরুড়ার ১ জন, নাঙ্গলকোটের ১ জন এবং
দাউদকান্দি উপজেলার বাসিন্দা একজন রয়েছেন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৫৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।