সাতক্ষীরায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় তিন নারীসহ অরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মৃতরা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে একজন করোনায় ও বাকি ছয়জন উপসর্গে মারা গেছেন।’
ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, ‘জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা গত ৪ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’
করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের ওহাব আলীর ছেলে আব্দুর রশিদ (৬৫), তালা উপজেলার পাঁচরখি গ্রামের গোলাম মোড়লের ছেলে আবছার আলী (৭০), একই উপজেলার শিরাসুনি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের গহর আলীর স্ত্রী জোহরা খাতুন (৬০), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের আজিজুর রহমানের স্ত্রী সুফিয়া খাতুন (৫৫) ও সদর উপজেলার চোমরখালী গ্রামের মৃত আলেক সরদারের ছেলে জোহর আলী (৭১)।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কালিগঞ্জ উপজেলার মৃত শেখ আবেদ আলীর ছেলে নুরুজ্জামান (৫৫)।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৪২২ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ৫৯ শতাংশ।
জেলা এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫২২ জন।