ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান
Published : Wednesday, 28 July, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তাদের সাথে রয়েছে সেনাবাহিনীর দুটি দল। উপজেলা প্রশাসনের সাথে সম্বনয় করে যৌথ অভিযান পরিচালনা করছে।
কঠোর লকডাউনের পঞ্চম দিনে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা ও সেনাবাহিনীর ক্যাপ্টেন আমিনের নেতৃর্তে দুটি দল উপজেলার সদর বাজার, রশিদ মার্কেট,নায়েব আলী বেপারী মার্কেট, ধান্যদৌল বাজার, বড়ধুশিয়া বাজার, চান্দলা বাজার,মাধবপুর বাজারসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানানো ও মাস্ক ব্যবহার করার জন্য অভিযান পরিচালনা করেন।
উপজেলার বিভিন্ন সড়ক ও অলিগলিতে অভিযান পরিচালনা করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন। বিরামহীনভাবে উপজেলা প্রশাসন দিনব্যাপী উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালাচ্ছে। কঠোর লকডাউনে সরকার ঘোষিত জরুরি দোকানপাট ব্যাতিত সকল দোকানপাট বন্ধ রয়েছে। জরুরী প্রয়োজন ব্যতিত লোকজন ঘর হতে বাহির হতে দেখা যাচ্ছে না। নেই কোনো দোকানপাটে আড্ডা। এসময় প্রশাসন সাধারণ মানুষকে মাস্ক পরিধান করতে বিশেষ অনুরোধ করেন।