ফিফা থেকে দেড় মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে
Published : Friday, 30 July, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের প্রভাবে তিগ্রস্ত অ্যাসোসিয়েশনদের আর্থিক সাহায্য করার ঘোষণ্ াআগেই দিয়েছিল ফিফা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দেড় মিলিয়ন ডলার পাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা থেকে। এর মধ্যে পুরুষ ফুটবলের জন্য এক মিলিয়ন ও মেয়েদের জন্য ৫ লাখ ডলার দেওয়া হচ্ছে। দেড় মিলিয়ন ডলারের প্রথম কিস্তি ৫ লাখ ডলার এরই মধ্যে হাতে পেয়েছে বাফুফে।
পুরুষ ফুটবলের জন্য প্রাপ্ত অর্থ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, নিচের সারির লিগের দল, জেলা ও জাতীয় দলের জন্য ভাগ করে দেওয়া হচ্ছে। আর মেয়েদের জন্য প্রাপ্ত অর্থ কাব ও জেলাগুলো পাচ্ছে।
ফিফার বরাদ্দ অর্থ নিয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ফিফার কোভিড ফান্ড থেকে প্রথম কিস্তি হিসেবে হাফ মিলিয়ন ডলার (৫ লাখ ডলার) পেয়েছি। এই অর্থ পুরুষ ও মেয়েদের ফুটবলে যারা অংশীদার, তাদেরকে দেওয়া হবে। এরপর বাকি অর্থের জন্য ফিফার কিছু নিয়ম-কানুন রয়েছে। সেটা পূর্ণ হলেই আমরা আবেদন করতে পারবো। তবে তা একটু সময়সাপে।’