কুমিল্লার দাউদকান্দিতে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। একদিনে ৯০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের পর উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় দাউদকান্দিতে সর্বোচ্চ করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ জন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শহীদুল ইসলাম শোভন জানান, দাউদকান্দিতে করোনার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত সাত দিনে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জন। বর্তমানে ২১ জন করোনা পজেটিভ এবং করোনা উপসর্গ নিয়ে ২০জনসহ মোট ৪১জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যরা বাসা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫ জন রোগী মারা গেছেন।