Published : Thursday, 29 July, 2021 at 12:00 AM, Update: 29.07.2021 12:44:17 AM
তানভীর
দিপু: কুমিল্লায় নতুন করে আরও ৯২হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন গ্রহন করেছে জেলা
স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের
ইপিআই সেন্টারে ভ্যাক্সিনের চালান গ্রহন করেন সিভিল সার্জন কার্য্যালয়ের
মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ
সুপার আফজাল হোসেন, সহকারি কমিশনার মোঃ জিয়াউর রহমান ও বেক্সিমকো
ফার্মাসিউটিক্যালস কোম্পানী লিমিটেডের এ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার নূরই
আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কোল্ডচেইন মেন্টেইন করে মডার্নার ১৪,৪০০
ডোজ ও সিনোফার্মার ৭৮,৪০০ ডোজ ভ্যাক্সিন সরবারহ করে বেক্সিমকো
ফার্মাসিউটিক্যালস কোম্পানী লিমিটেড।
সিভিল সার্জন কার্য্যালয়ের মেডিকেল
অফিসার ডা. সৌমেন রায়, বলেন মডার্নার ভ্যাক্সিনটি সিটি করপোরেশন এলাকায়
দেয়া হবে। উপজেলা থেকে যেসব প্রবাসী রেজিষ্ট্রেশন করছেন তাদেরকেও সিভিল
সার্জন কার্য্যালয়ে এলে মডার্নার ভ্যাক্সিন দেয়া হবে।