করোনা সংক্রমণ রোধে দেবিদ্বারে চলছে ‘কঠোর বিধিনিষেধ’। আর তা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ২৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপরুপ রতন সিংহ। এসময় দোকানপাট খোলা রাখায় এসএ সরকারি কলেজ রোডের কালাচান্দ সুপার মার্কেটকে সিলগালা করেন অপরুপ রতন সিংহ। অভিযানে উপস্থিত ছিলেন, এএসআই মো. রহুল আমিনসহ পৌর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপরুপ রতন সিংহ পরিচালিত মোবাইল কোর্টে বিধিনিষেধ না মানায় দোকান মালিক ও যানবাহনের চালকদের কাছ থেকে ১০টি মামলায় ২৩হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, করোনা সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা করা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপরুপ রতন সিংহ বলেন, করোনা সংক্রমণ রোধ করতে মানুষকে ঘরে রাখতে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১০টি মামলায় ২৩হাজার ৭০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।