ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি ধনকুবেরের জাহাজ
Published : Friday, 30 July, 2021 at 8:53 PM
ওমান উপকূলে হামলার শিকার ইসরায়েলি ধনকুবেরের জাহাজওমান উপকূলে হামলার শিকার হয়েছে এক ইসরায়েলি ব্যবসায়ীর পরিচালিত একটি জাহাজ। ওই ব্যবসায়ীর কোম্পানির তরফে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন ওমান উপকূলে হামলার ঘটনা তদন্ত করছেন তারা।

ইসরায়েলি ধনকুবের ইয়েল ওফের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের অংশ লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার মারসার স্ট্রিট। এটি জাপানের মালিকানাধীন।

জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ‘ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিলো, এটি দার এস সালাম থেকে ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিলো।’

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থাটি জানিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। বৃহস্পতিবার রাতে ওমানের মাসিরাহ দ্বীপের উত্তরপূর্বে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, ব্যবসায়িক জাহাজে হামলার খবরের বিষয়ে তারা অবগত রয়েছেন। ওই অঞ্চলের ব্রিটিশ সামরিক দফতর বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছে।

তাৎক্ষণিকভাবে ওমান হামলার কথা স্বীকার করেনি। এছাড়া ইসরায়েলি কর্মকর্তারাও এনিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।