করোনা মহামারির মধ্যেই অস্ত্রপচারে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিলেন বাড্ডার গৃহবধূ মাসুদা ইসলাম (২৭)। শুক্রবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে তার অস্ত্রপচার হয়।
জন্মের পর বাচ্চা চারটি ও তাদের মা সুস্থ আছেন। এ নিয়ে পরিবারে বইছে আনন্দের বন্যা।
অস্ত্রপচার করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফারহানা আহমেদ ন্যান্সি। সহযোগী হিসেবে ছিলেন ডা. সামিনা, ডা. ইসমাইল ও ডা. নওশের আলম।
জানা গেছে, মাসুদা ইসলাম একজন গৃহিণী। রাজধানীর বাড্ডায় থাকেন। তার স্বামী জয়নাল আবেদিন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। এই চার সন্তান ছাড়াও জয়নাল-মাসুদা দম্পতির আগের একটি মেয়ে সন্তান রয়েছে। তার বয়স সাড়ে চার বছর। এবার একসঙ্গে তাদের চার মেয়ে সন্তান হলো।
বাচ্চাদের বাবা জয়নাল আবেদিন বলেন, ‘একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে স্ত্রীর গর্ভে একসঙ্গে চার সন্তান। বেশ টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ টেনশনমুক্ত করেছেন।’